মুম্বাই, ১০ জানুয়ারি- ওয়ার্কআউট সেরে বাড়ি ফিরছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পাপারাৎজিদের নামাস্তে বলে জানাচ্ছিলেন অভিবাদন, ঠিক যেমনটা করে থাকেন হামেশাই। ভক্তদের আবদারে রাখছিলেন সেলফির অনুরোধ। আচমকাই ভিড় ঠেলে একজন ভক্ত ছুটে এলেন সারার কাছে। সারার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেকের কায়দায় সারার হাত চেয়ে নিতেই ঘটে গেল বিপত্তি। সারার হাত টেনে নিয়ে কিছুটা জোর করেই চুমু খেতে গেলেন সেই ভক্ত। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সারা। ছিটকে গিয়ে সরিয়ে নেন হাত। পাশে থাকা বডিগার্ডও সেই ভক্তকে মারতে উদ্যত হন। পুরো ঘটনাটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার ভিডিও প্রকাশ পেতেই ওই ভক্তের উপর রেগে যান সারা অনুরাগীরা। কমেন্ট সেকশনে একজন লেখেন, সারা সবসময় তার ফ্যানেদের সঙ্গে ভাল ব্যবহার করেন বলে এই নয় যে তার সঙ্গে যা ইচ্ছা করা যায়। আরেকজন লেখেন, সারা ভাল বলে কিছু বলেনি। একজন ফ্যান হিসেবে নিজের লিমিট বোঝা উচিত। তবে যেভাবে ঠাণ্ডা মাথায় গোটা পরিস্থিতি সামাল দিয়েছেন অভিনেত্রী তাতে তার প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনেরা। কিছু দিন আগেই মা অমৃতা সিংহ এবং ভাই ইব্রাহিমের সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছেন সারা। ছুটিতে তার বিকিনি পিকচার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ফিরে এসেই আবার রোজের রুটিনে ফিরে গিয়েছেন অভিনেত্রী। জিম, ওয়ার্কআউট, ছবির শুটিং সবই চলছে সমানতালে। আর/০৮:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fy6qSa
January 10, 2020 at 09:29AM
10 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top