কলকাতা, ১৭ জানুয়ারী - নিজেদের বিবাহবার্ষিকীতে ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী। সেই পোস্টে স্ত্রীর উদ্দেশে লিখেছেন, জানি অস্বস্তিতে মুখ লাল হবে তোমার, তাও আজ তোমার জন্য প্রকাশ্য চুম্বন। ভারতীয় সংবদামাধ্যম জিনিউজ জানায়, গতকাল বৃহস্পতিবার ছিল কৌশিক গাঙ্গুলী ও চূর্ণী গাঙ্গুলীর বিবাহবার্ষিকী। দিনটিকে স্মরণ করতে লন্ডনে তোলা একটি ছবি পোস্ট করেন কৌশিক গাঙ্গুলী। ওই পোস্টে কৌশিক গাঙ্গুলী লেখেন, সকালে আমার আর চূর্ণীর এই ছবিটা ফেসবুকে পোস্ট করেছিলাম। লন্ডনে তোলা একান্ত ব্যক্তিগত সেলফি। তাও আজ ছবিটা দিলাম, কারণ কিছু ভালোলাগার কথা জোরে বলতে ইচ্ছে করে। সবাইকে জানাতে ইচ্ছে করে ভিতরটা। আজ বিবাহবার্ষিকী আমাদের। এতগুলো বছরের পর চূর্ণীকেও বিব্রত করতে ইচ্ছে হলো। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বন্ধুতা থেকে স্নাতক উজান অবধি আমাদের জীবনটা কী অবলীলায় সামাল দিয়ে গেল সেই পাহাড়ী মেয়েটা, আমরাই জানি। স্ত্রী সম্পর্কে গাঙ্গুলী লেখেন, বিয়ের পরপর সেই ছোট্ট বয়সে ওর নিজের অল্প রোজগারে আমার একটা অপারেশন থেকে, পরে কাজ কমিয়ে পুত্র বড় করার মতো ত্যাগ লিখলে, একটা উপন্যাস হবে। ও খুবই ব্যক্তিগত, লাজুক মানুষ। আমি বরং একটু প্রচারমুখী। অল্পেও নিজের ঢাক পেটাতে আমি এক বেলাও দেরি করি না। অথচ মেয়েটা মুখ বুজেই থেকে গেল, কেউ ওর আসল অবদানটা জানতেই পারে না। স্ত্রী চূর্ণীর প্রশংসায় এই পরিচালক লেখেন, আমার জীবন আর সিনেমার কতটা জুড়ে চূর্ণী, খুব ঘনিষ্টরা ছাড়া কারোর কোনো ধারণা নেই। তাই আজ ছবিতে, কথায়, উচ্চারণ করে বলতে ইচ্ছে হলো, চূর্ণী, তোমাকে ছাড়া না হতাম আমি, না হতো আমার সংসার, না আমাদের উজান। অনুপ্রেরণা আর গতিপথ হারাতো আমার সিনেমার ভাষা। রাতজেগে আমার চিত্রনাট্য সংশোধনের অজানা স্মৃতি আজ সবাই জানুক। কোনো নদীর জলে এমন ফসল ফলে আমার ছায়াছবিতে তাও জানুক সব্বাই। আমাদের অহংকার তুমি। জানি অস্বস্তিতে মুখ লাল হবে তোমার, তাও আজ তোমার জন্য প্রকাশ্য চুম্বন। কৌশিক গাঙ্গুলীর ওই পোস্টটি শেয়ার করে তার স্ত্রী চূর্ণী ফেসবুকে লিখেছেন, যে যত্ন নিয়ে কৌশিক নীচের লেখাটা লিখেছে, ততটাই যত্ন নিয়ে আজকের প্রতিটি মুহূর্ত কাটিয়েছে আমার সাথে। আমাদের গল্প যেন শেষই হয় না। অল্প কাজের কথা, কত কত মনের কথা, একসাথে কিছু পড়ে বেশ কিছুটা গলা ধরে আসা। আর একটু নিজেদের মতো করে থাকা। চূর্ণী গাঙ্গুলী আরও লেখেন, সন্ধ্যায় বাজারে একসঙ্গে রোজকার সবজি বাজার। আর বাড়ি ফিরে আমাদের নিজের নিজের প্রিয় কাপে দার্জিলিং টী! এমন আন্তরিক বোঝাবুঝিতে, রোজকার সাধারণ দায়িত্ব পালনে, সৃষ্টিশীল কাজে, বছরের বাকি দিনগুলো যেন কাটে আমাদের। আর কিচ্ছু চাই না। আমি তো আরও মুগ্ধ ফেসবুকে আপনাদের এত এত শুভেচ্ছা, ভালোবাসায়। ধন্যবাদ। প্রসঙ্গত, এ বছরই উইনডোজের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলীর ছবি লক্ষ্মী ছেলে। এই ছবিতে প্রথমবার বাবার পরিচালনায় দেখা যাবে উজান গাঙ্গুলীকে। সূত্র: আমাদের সময় এন এ/ ১৭ জানুয়ারী



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38iABJg
January 17, 2020 at 02:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top