রিয়াল মাদ্রিদের হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন মার্সেলো। কোপা দেল রে সেমিফাইনালে রিয়াল জারাগোজার বিপক্ষে নেমে গ্যালাকটিকোদের জার্সিতে ৫০০ ম্যাচ খেলার মাইলফলকে নাম লেখালেন এই ব্রাজিলিয়ান। এই উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস তাকে একটি বিশেষ জার্সি উপহার দেন। যেখানে মার্সেলো ৫০০ লেখা রয়েছে। রিয়ালে বিদেশি ফুটবলারদের মধ্যে মার্সেলো এখন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা। তবে শিগগিরই শীর্ষে পৌঁছে যাবেন এই ডিফেন্ডার। তার থেকে ২৭ ম্যাচ বেশি খেলে বর্তমানে সবার ওপরে রয়েছেন তারই স্বদেশি কিংবদন্তি রবার্তো কার্লোস। মার্সেলো এর আগে ২০০৭ সালে রিয়ালের জার্সিতে প্রথমবার মাঠে নামেন। তবে ধীরে ধীরে নিজেকে নিয়ে যান ক্লাবের শীর্ষ পর্যায়ে। বর্তমানে তিনি লস ব্ল্যাঙ্কোসদের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছেন। ঐতিহ্যবাহী রিয়ালের জার্সি পরে মার্সেলো এখন পর্যন্ত চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতেছেন। ৫০০ ম্যাচ খেলে মার্সেলো ৩৪৫টি ম্যাচই জিতেছেন। যেখানে তার গোল সংখ্যা ৩৬টি। এই ৫০০ ম্যাচের মধ্যে ৩৫০টি তিনি খেলেছেন লিগে, ৯৭টি চ্যাম্পিয়নস লিগে, ৩২টি কোপা দেল রে, ৮টি ক্লাব বিশ্বকাপে, ৯টি স্প্যানিশ সুপার কাপে ও ৪টি ইউরোপিয়ান সুপার কাপে। আর/০৮:১৪/৩০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U79bCp
January 30, 2020 at 08:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top