মুম্বাই, ১৬ জানুয়ারি - বেশ কিছুদিন ধরেই বলছিলেন, প্রযোজনার কাজ করতে চান বলিউডের কুইন খ্যাত আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কদিন না যেতেই নায়িকার সেই স্বপ্ন পূরণ হলো। মুম্বাইয়ের পালি হিলস-এ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকার। গত বছর মণিকর্ণিকা: দ্য কুই অফ ঝাঁসি নামে একটি ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। পাশাপাশি সামলান সেটির পরিচালনার দায়িত্বও। এবার হয়ে গেলেন প্রযোজকও। তার মণিকর্ণিকা ছবির নামেই প্রতিষ্ঠানটি খুলেছেন কঙ্গনা। এদিন তিনি পুজো দিয়ে খোলেন অফিসের দরজা। কঙ্গনার দিদি রাঙ্গোলি চান্ডেল সেই প্রযোজনা সংস্থার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত পাঙ্গাতে। এই ছবিতে ভারতের জাতীয় স্তরের একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। এন এইচ, ১৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NwFPcw
January 16, 2020 at 10:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top