ঢাকা, ১২ জানুয়ারি- সবার আগে ফাইনালের টিকিট কনফার্ম করবে কোন দল? খুলনা টাইগার্স নাকি রাজশাহী রয়ালস? চার দল নকআউট পর্বে। তবে প্রথম ও দ্বিতীয় হয়ে সুপার ফোরে উঠে আসার বাড়তি সুযোগটা থাকছে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স এবং আন্দ্রে রাসেল, লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুবর রাজশাহী রয়ালসের সামনে। আগামীকাল ১৩ জানুয়ারি (সোমবার) রাতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুই দল। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। আর পরাজিত দলের সামনেও থাকছে ফাইনালে পা রাখার আরও একটি সুযোগ। প্রথম কোয়ালিফায়ারের বিজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ইলিমিনেটরের বিজয়ীর সাথে। তার আগে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে ইলিমিনেটরের লড়াইয়ে। ওই ম্যাচটি হবে আগামীকাল সোমবার দুপুর দেড়টায়। এই ম্যাচের পরাজিত দলের এবারের মত বিপিএল শেষ হয়ে যাবে। তারা বিদায় নেবে। আর বিজয়ী দল কোয়ালিফ্য়াার ২-এ মোকাবিলা করবে কোয়ালিফায়ার এক-এর পরাজিত দলের সাথে। কাজেই বিপিএলের সত্যিকার নকআউট তথা সবচেয়ে আকর্ষণীয় পর্ব শুরু হবে কাল থেকে। নকআউট অবশ্য সবার জন্য নয়। কোয়ালিফায়ার-এক ম্যাচটি কিন্তু ঠিক নকআউট নয়। কারণ ওই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে গেলেও পরাজিত দল কিন্তু বিদায় নেবে না। তাদের একটা সুযোগ থাকবে। একইভাবে এলিমিনেটর পর্বের পরাজিত দল বিদায় নেবে। তাদের আর কোনই সুযোগ থাকবে না। আর বিজয়ী দল টিকে থাকবে। কোয়ালিফায়ার দুইয়ে খেলার জন্য। রাউন্ড রবিন লিগের মেজাজ, ধরন, গতি-প্রকৃতি আর উত্তাপের সাথে রবিন লিগের কোনোই মিল নেই। এ পর্বে হারানোর ভয় আছে। সব শেষ হয়ে যাবার শঙ্কাও থাকবে। তাই চিন্তা, টেনশন, স্নায়ুর চাপ ও বাড়তি উত্তেজনা বেশি। উত্তাপটাই ভিন্ন। তারপরও এ পর্বের আগে ঘুরে-ফিরে উঠছে দুই পর্বের রবিন লিগে কি হয়েছিল? কোয়ালিফায়ার আর ইলিমিনেটর পর্বের আগে অনেকেই পিছন ফিরে দেখছেন, খুলনা আর রাজশাহীর দুবারের মোকবিলার ফল কি ছিল? পরিসংখ্যান জানাচ্ছে, মুশফিকের খুলনা আর আন্দ্রে রাসেলের রাজশাহী নিজেদের পারস্পরিক লড়াইয়ে জিতেছে একবার করে। দুবারই দেখা হয়েছিল চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর প্রথম সাক্ষাতে খুলনা জিতেছিল ৫ উইকেটে। রাজশাহীর ১৮৯ রানের বড়সড় স্কোর তাড়া করে ইনিংসের অর্ধেকটা হাতে রেখে ৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুশফিকের দল। আর চট্টগ্রামেই ফিরতি সাক্ষাতে খুলনার বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয়ের স্বাদ পেয়েছিল রাজশাহী রয়ালস। মাত্র ১৪৫ রানে মুশফিকের দলকে আটকে দিয়ে মাত্র ৩ উইকেট খুইয়ে ১২ বল আগেই জয় তুলে নিয়েছিল রাজশাহী। এখন দেখা যাক তৃতীয় সাক্ষাতে কে জয়ী হয়? অন্যদিকে ঢাকা আর চট্টগ্রামের দুটি লড়াই হয়েছে দুই শহরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম সাক্ষাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতেছিল ১৬ রানে। বিগ স্কোরিং গেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৪ উইকেটে তোলা ২২১ রানের জবাবে ঢাকা প্লাটুন ২০৫ রানে থেমে গিয়েছিল। আর ২৭ ডিসেম্বর ফিরতি লড়াইয়েও জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লো স্কোরিং গেমে ঢাকাকে ১২৪ রানে বেঁধে ৮ বল আগে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন কাল কি হবে? রবিন লিগের দুই পর্বের মত চট্টগ্রামই হাসবে, নাকি এবার ঢাকা প্লাটুন জায়গামত ঠিক জয় নিয়ে মাঠ ছাড়বে? সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RehJ7o
January 12, 2020 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top