ঢাকা, ১৩ জানুয়ারি - টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ব্যতীত আর কোনো পথ খোলা নেই ঢাকা প্লাটুনের সামনে। রাউন্ড রবিন লিগে চতুর্থ হয়ে প্লে অফে আসায় এবার তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। হারলে বিদায়, জিতলে মিলবে কোয়ালিফায়ার ম্যাচ খেলার টিকিট। আজ (সোমবার) সেই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার ঢাকা। তবে এ ম্যাচের আগে বড় প্রশ্ন, ঢাকা প্লাটুনের হয়ে খেলতে পারবে তো তাদের নিয়মিত অধিনায়ক মাশরাফি? নাকি ডু অর ডাই ম্যাচে নতুন অধিনায়ক নিয়ে নামতে হবে? এ প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কেননা গত শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলতে নেমে বাম হাত ফেটে যায় মাশরাফির। পরে সেখানে দিতে হয়েছে ১৪টি সেলাই। বাম হাতে সেলাই নিয়ে তিনি পরের ম্যাচগুলো খেলতে পারবেন- এ আশা করাও যেনো বড্ড বাড়াবাড়ি মনে হচ্ছিলো। কিন্তু আজ বেলা ১১টার দিকে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানালেন, বাম হাতে সেলাই থাকলেও অন্য হাত দিয়েই এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবেন মাশরাফি। এক হাতেই করবেন ব্যাটিং ও বোলিং। মুঠোফোনে মাশরাফির ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা প্লাটুনের ম্যানেজার বলেন, মাশরাফি তো খেলতে প্রস্তুত। সে চাচ্ছে ম্যাচটা খেলতে। মাশরাফি মনে করছে, খেলতে পারবে। মনের জোরে হয়তো মাশরাফি এক হাতে বোলিংটা করে দেবেন। কিন্তু ব্যাটিংয়ের সময় তো বাম হাতের প্রয়োজনীয়তা আছেই। তখন কী করবেন তিনি? যেনো এ প্রশ্নের জন্য প্রস্তুতই ছিলেন আহসানউল্লাহ হাসান। ঝটপট উত্তর দিলেন, কেন? এশিয়া কাপে তামিম যেভাবে করলো, সেভাবেই করবে। উল্লেখ্য, ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তামিমকে। পরে বাংলাদেশের ইনিংসের একদম শেষদিকে গ্লাভস কেটে হাতে ঢুকিয়ে, এক হাতেই ব্যাট করতে নেমেছিলেন তিনি। ঢাকার ম্যানেজার সে ঘটনার কথাই মনে করালেন মাশরাফির ক্ষেত্রে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QNmmq7
January 13, 2020 at 07:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top