মুম্বাই, ০৬ জানুয়ারি- ভারতে মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা। এবার নাগরিকত্ব আইন নিয়ে নিজের জন্মদিনে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, অভিনেতাদের মতামতের কোনো দাম নেই। কেউ পাত্তা দেন না তাদের কথার। তাই তিনি এ নিয়ে মুখ না খোলারই চেষ্টা করেন। দীপিকা আরও বলেন, অনেক সময়েই ভিন দেশের অভিনেতা, শিল্পীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি বা নির্দেশ দেয়া হয়। এটা ঠিক নয়। সংস্কৃতির আঙিনায় রাজনীতি কেন ছায়া ফেলবে!এতে দেশের সুস্থ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। এ সময় নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলে ট্রোল হয়েছেন যেসব বলিউড শিল্পী তাদেরও সমর্থন জানান তিনি। মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাস নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গ, দিল্লির পর কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ অন্তত দশটি রাজ্যের ১৩টি শহরে ছড়িয়ে পড়েছে এ বিল পাসের প্রতিবাদে আন্দোলন। সে আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ। এদিকে এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। আর/০৮:১৪/০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZVnU4m
January 06, 2020 at 09:32AM
06 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top