কেপটাউন, ২২ জানুয়ারি- দক্ষিণ আফ্রিকা দলে নেই ফাফ দু প্লেসি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। স্বাগতিক দলে নতুন মুখ পাঁচটি। তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে ৪৫.০১ গড়ে চার হাজার ৯০৭ রান করা ডি কক এর আগে দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন, হার দুটিতেই। তবে তার নেতৃত্ব নিয়ে আত্ববিশ্বাসী ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক গ্রায়েম স্মিথ। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার লুথো সিপামলা ও সিসান্দা মাগালা, অলরাউন্ডার বিয়ন ফোরটান, ব্যাটসম্যান ইয়ানেমান মালান ও কিপার-ব্যাটসম্যান কাইল ভেরিয়ান। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যাওয়া ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি আছেন ওয়ানডে দলে। যদিও তার খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ওপর। এছাড়া মাগালা, তাবরাইজ শামসি ও জন জন স্মাটসেরও খেলতে উতরাতে হবে ফিটনেস টেস্টে। চলমান চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ ফেব্রুয়ারি কেপ টাউনে হবে তিন ম্যাচের প্রথম ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জন জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, সিসান্দা মাগালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, ইয়ানেমান মালান, কাইল ভেরিয়ান। সূত্র: বিডিনিউজ আর/০৮:১৪/২২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GbWcHr
January 21, 2020 at 07:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন