ঢাকা, ০৩ জানুয়ারী - বিস্ফোরক ব্যাটিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না মুশফিকুর রহীম। কারণ শুরুর দিকে ব্যাটসম্যানদের ধীরগতির ব্যাটিং। সিলেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলতে নেমে ঢাকা প্লাটুনের বিপক্ষে ১২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইগার্স। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৩ রানের টার্গেট দেয় ঢাকা প্লাটুন। এই রানের লক্ষ্যে খেলতে প্রথম সাত ওভারে চার উইকেট হারিয়ে খুলনা সংগ্রহ করে মাত্র ৪৪ রান! এখানেই পিছিয়ে যায় মূলত দলটি। তবে ক্রিজে দলটির অধিনায়ক মুশফিক থাকায় কোন দিকে গড়াবে ম্যাচ, কিছু বলাও যাচ্ছিল না। চার-ছয়ের হুল ফুটিয়ে রানে-বলে প্রায় কাছাকাছি নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। হাসান মাহমুদের বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন শাদাব খানের হাতে। ততক্ষণে মুশফিক ৩৩ বলে ৬৪ রান করে ফেলেন। ৪টি ছয় ও ৬টি চারের মারে তিনি এই রান করেন । ওপেনিংয়ে নেমে মিরাজ ১৫ বলে ১৫ করে সাজঘরে ফেরেন। রাইলে রুশোর ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। এ ছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৯ বলে ৩১ রান করেন। ঢাকার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন হাসান মাহমুদ। তিতি চার ওভারে ৩২ রান দিয়ে এই উইকেট নেন। এর আগে বযাটিং করতে নেমে তামিম-বিজয়ে ধীরগতিতে শুরু করে ঢাকা। তামিম ২৩ বলে ২৫ ও বিজয় ১৩ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। মুমিনুল হকের ৩৮ ও আরিফুল-আসিফের অপরাজিত ৩৭ ও ৩৯ রানের ভর করে নির্ধারিত ওভার শেষে ১৭২ রান করে ঢাকা। খুলনার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ আমির। সুত্র : আমাদের সময় এন এ/ ০৩ জানুয়ারী
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2toWpE4
January 03, 2020 at 03:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন