কলকাতা, ২৯ জানুয়ারি- মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বহু প্রাণ বাঁচানো চিকিৎসক ডা. রথীন দত্ত মারা গেছেন। সোমবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে সোনাল দত্ত ও মেয়ে রাজশ্রী দত্ত যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় তারা ফেরার পর বুধবার ডা. রথীন দত্তের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। একাত্তরে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে ডা. রথীন দত্তকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। ১৯৯২ সালে প্রখ্যাত এই চিকিৎসককে পদ্মশ্রী পদকে ভূষিত করে ভারত সরকার। ১৯৩১ সালে আসামের মাঙ্গালদোয় জন্ম নেওয়া ডা. রথীন দিব্রুগড় মেডিকেল কলেজ থেকে পাস করেন। পরে লন্ডনে এফআরসিএস করেন তিনি। ১৯৯২ সাল পর্যন্ত ত্রিপুরার হেলথ সার্ভিসের পরিচালক ও স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, তিনি ছিলেন একজন কিংবদন্তিতুল্য সার্জন এবং ত্রিপুরা হেলথ সার্ভিসের একজন দক্ষ প্রশাসক। তার নেতৃত্বেই ত্রিপুরায় চিকিৎসা অবকাঠামো গড়ে ওঠে। আর/০৮:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/319VrIM
January 29, 2020 at 04:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top