রজার ফেদেরারের চ্যাম্পিয়নশিপ লক্ষ্যে বড় এক পরীক্ষা হয়ে গেল তৃতীয় রাউন্ডে। অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম দিনে সুইস তারকার ঘাম ঝরিয়ে ছেড়েছেন জন মিলম্যান। পাঁচ সেটের থ্রিলারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশ্য শেষ হাসি হেসেছেন টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরারই। জিতেছেন ৪-৬, ৭-৬ (২), ৬-৪, ৪-৬, ৭-৬ (৮) সেটে। ক্যারিয়ারের কঠিনতম এক ম্যাচই গেল ফেদেরারের। প্রথম সেট শুরু করেছিলেন ৪-৬ গেমে হেরে। দ্বিতীয় সেটেও হারতে বসেছিলেন, শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকে জেতেন ৭-৬ (২) ব্যবধানে। তৃতীয় সেটটা অবশ্য ৬-৪ গেমে জিতেছেন। কিন্তু চতুর্থ সেট একই ব্যবধানে জিতে (৬-৪) দারুণভাবে ঘুরে দাঁড়ান মিলম্যান। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারেও প্রায় হারতে বসেছিলেন ফেদেরার। পিছিয়ে পড়েছিলেন ৮-৪ ব্যবধানে। সেখান থেকে টানা ছয় পয়েন্ট নিয়ে ৭-৬ (৮) ব্যবধানে জয় নিয়ে বাঁচেন সুইস তারকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের অবশ্য এত বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি। ইইশোহিতু নিশিওকাকে ৮৫ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RMwTB7
January 25, 2020 at 10:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top