ঢাকা, ১১ জানুয়ারি - ডগ স্কোয়াড আর পুলিশের স্পেশাল ফোর্স চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে। একটি গাড়িও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বের হতে পারছে না। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ! গতকাল মধ্যরাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে এই দৃশ্য দেখা যায়। আর তা দেখতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিল উৎসুক জনতা। খোঁজ নিয়ে জানা যায়, গল্পের প্রয়োজনেই চেকপোস্ট বসিয়ে মিশন এক্সট্রিম ছবির শুটিং করা হয়েছে। গতকাল এর শুটিংয়ে শুভর সঙ্গে আরও অংশ নিয়েছেন অভিনেতা মাজনুন মিজান, সুমিত সেনগুপ্ত, সাদিয়া নাবিলাসহ অনেকে। এদিকে, গত সপ্তাহ থেকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই ছবির শেষ অংশের কাজ শুরু হয়েছে। শেষ হবে আগামী ২২ জানুয়ারি। সানী সানোয়ার জানান, দেশ-বিদেশ মিলিয়ে এরই মধ্যে ছবির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে গুরুত্বপূর্ণ কিছু সিকোয়েন্সের কাজ। মিশন এক্সট্রিমর কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশনর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে কাজ করেছেন। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। চলতি বছর রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। এন এইচ, ১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nfqmh2
January 11, 2020 at 11:10AM
11 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top