মুম্বাই, ২৯ জানুয়ারি - নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক গুল মাকাই। ৩১ জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। কিন্তু তার আগেই ছবিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গুল মাকাই নির্মাণ করেছেন আমজাদ খান। ছবিটির শেষ সময়ের প্রস্তুতি যখন সম্পন্ন, তখন পরিচালকের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ এনে তাকে কাফের বলে ফতোয়া জারি করেছেন দিল্লীর এক মুসলিম বাসিন্দা। এ বিষয়ে আমজাদ খান এক বিবৃতিতে জানান, সিনেমাটি নির্মাণের শুরু থেকেই নানা সমস্যার সম্মুখীন হয়েছি। এমনকি মৃত্যুর হুমকিও পেয়েছি। এবার ঠিক মুক্তির আগে নতুন করে সমস্যা শুরু হলো। মূলত বিতর্কের শুরু গুল মাকাই-এর পোস্টার নিয়ে। পোস্টারে মালালার চরিত্রে রিম শেখের হাতে একটি বই দেখা গেছে। যে বইটিকে ওই ব্যক্তি কোরআন ভেবেছেন! যার ফলেই তিনি এই ফতোয়া জারি করেছেন। এছাড়া পরিচালক আরো জানান যে, আমি দিল্লীর নয়দার সেই মুসলিম ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছি পোস্টারের বইটি একটি ইংরেজি বই, কোরআন নয়। কিন্তু তারপরও তিনি না বুঝেই আমাকে কাফের হিসেবে আখ্যায়িত করেছেন। এক্ষেত্রে পরিচালক পুলিশের শরণাপন্ন হবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি বিষয়টি বুঝতে পারছেন না। আমি শান্তির জন্য সিনেমাটি তৈরী করেছি। আমি যদি তার নামে মামলা করি তবে পুলিশ তাকে ধরবে। তাহলে এই সিনেমা বানানোর মানে কী হল? সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই তালেবানদের উপেক্ষা করে নারীশিক্ষার জন্য সরব হয়েছিলেন। ২০১২ সালে এই কারণেই তাকে তালেবানদের বুলেটবিদ্ধ হতে হয়। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার সাহসিকতার খবর। এই কাহিনীই তুলে ধরা হয়েছে এ ছবিতে। ছবিতে মালালার চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রিম শেখ। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি ও মুকেশ ঋষি। প্রযোজনা করেছেন সঞ্জয় সিংলা। এন এইচ, ২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37BUk73
January 29, 2020 at 10:34AM
29 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top