ঢাকা, ০৪ জানুয়ারি - কমিশনার পদে নির্বাচন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নির্বাচনকে কেন্দ্র করে জোরেসোরে চলছে প্রচারণা। সমর্থকদের নিয়ে ভোট চাইতে বাড়ি বাড়ি যাচ্ছেন। গেন্ডারিয়া থানার প্রার্থী তিশা। মার্কা ঘুড়ি। তার সমর্থকরা মিছিল-মিটিং দিয়ে মুখর করে রেখেছেন নির্বাচনী এলাকা। তিশা কী পারবেন জয়ী হতে? সেই প্রশ্নের উত্তর মিলবে আদা সমুদ্দুর নামের নাটকে। আসছে ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেল ও স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। আদা সমুদ্দুর নামের নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। প্রযোজনা করেছেন স্বদেশ এন্টারটেইনমেন্টের কর্ণধার ফয়সাল আজাদ। এর নির্মাতা রাইসুল তমাল। পরিচালক জানান, আদা সমুদ্দুর মূলত রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। এ নাটকে তিশার চরিত্রের নাম নওশিন জাহান। ১৯৯৯ সালের একটি গল্পের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এ নাটক। এ নাটকে তিশার সঙ্গে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মুশফিক আর ফারহান, তাবাসসুম মিথিলা, নিকুল কুমার মন্ডল, দাউদ নূর, আনোয়ার হোসেন, শিখা মৌসহ আরো অনেকে। এন এইচ, ০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZVMrpV
January 04, 2020 at 01:51PM
04 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top