কেপটাউন, ০৮ জানুয়ারি - কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিলো উত্তেজনায় ঠাসা। ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৪৩৮ রানের বিশাল লক্ষ্যে ধৈর্য্যের চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে পিটার মালান, রসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি ককরা লড়ে যান শেষপর্যন্ত। তবে তাদের চেষ্টা অবশ্য সফলতার মুখ দেখেনি। বেন স্টোকসের জাদুকরী এক স্পেলেই প্রোটিয়াদের প্রতিরোধ ভেঙে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচে জয়ের আগে ন্যাক্কারজনক এক কান্ডই করেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। যা এখন রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডারকে একটানা গালি দিয়ে গেছেন বাটলার। যার পরে কোনো অনুতাপও পরিলক্ষিত হয়নি তার মাঝে। উল্টো বাটলারের গালি টিভিতেও শোনা গিয়েছিল বল, সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার স্কাই স্পোর্টসের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ম্যাচের শেষদিন তখনও জয়ের ৩টি উইকেট নিতে হতো ইংল্যান্ডকে। দিনের খেলার বাকি ছিলো আরও ২০ ওভার। তখন স্ট্রাইকে ছিলেন ফিল্যান্ডার। ডিফেন্সিভ শটে মিড অফে আলতো করে ঠেলে দেন তিনি। সেখানের ফিল্ডার থ্রো করে সরাসরি বল পাঠান বাটলারের হাতে। Jos Buttler 1-0 Vernon Philander “fucking knobhead, get past that fucking gut” #SAvsENG pic.twitter.com/4otudxy0uQ Will Christophers (@wjcchippy92) January 7, 2020 কিন্তু সেই বলটি গ্লাভসে আসার আগে ফিল্যান্ডারের জন্য দেখতে খানিক সমস্যা হয়েছিল বাটলারের। যা কি না বড় কোনো ঘটনা ছিলো না। কিন্তু ফিল্যান্ডার টানা ডট বল খেলায় রাগে গজরাতে বাটলার শুরু করেন অকথ্য ভাষায় একের পর এক লেখার অযোগ্য গালি। সেই গালি শুনেও কোনো প্রতিক্রিয়া দেখাননি ফিল্যান্ডার। তবে টিভিতে স্পষ্ট শোনা গিয়েছিল কী বলছেন বাটলার। যা মুহূর্তের মধ্যে সমালোচনার ঝড় সৃষ্টি করে তার বিরুদ্ধে। এ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষমাপ্রার্থনা করেন স্কাই স্পোর্টসের উপস্থাপক নিক নাইট। মূলত টিভি চ্যানেলে অকথ্য ভাষার গালিগালাজ সম্প্রচারিত হওয়ায় এই দুঃখপ্রকাশ করা হয়। বাটলারের গালির কয়েক ওভার পরেই টিভিতে নিক নাইট বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, যদি আপনারা টিভিতে গালির কিছু অংশ শুনে থাকেন। মাঠের মধ্যে পরিস্থিতি এখন সত্যিই নিয়ন্ত্রণের বাইরে। পরে ম্যাচ ঠিকই জিতে নেয় ইংল্যান্ড। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হন ফিল্যান্ডার। তার আগে অবশ্য খেলেন ৫১টি বল, যে বারবার পিছিয়ে দেয় ইংলিশদের জয়। এ কারণেই হয়তো তার প্রতি বাড়তি রাগ ছিলো বাটলারের। তবে এত গালাগালির পরেও ক্ষমা চাননি বাটলার। কিংবা তার বিরুদ্ধে এখনও কোনো শাস্তির ঘোষণা আসেনি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39YTbYS
January 08, 2020 at 09:59AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.