ঢাকা, ১৬ জানুয়ারী - পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দিয়েই আরম্ভ হবে দুই দলের মধ্যকার সিরিজটি। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানকে সতর্ক বার্তা দিলেন দলটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। অনেক নাটকের পর অবশেষে সবকিছু ঠিকঠাক থাকলে মাঠে গড়াতে যাচ্ছে দুই দলের মধ্যকার এ সিরিজটি। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে টি-টোয়েন্টি দিয়ে। আর সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের দুইটিতেই হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। অন্যদিকে নিজেদের সর্বশেষ সিরিজে ভারতের বিপক্ষে লড়াই করে ২-১ সিরিজ হেরেছে বাংলাদেশ। দলটা বাংলাদেশ বলেই পাকিস্তানকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। একে তো ঘরের মাঠে সিরিজ, তার উপর বাংলাদেশের বিপক্ষে হারলে নিজেদের স্ট্রাকচার নিয়ে প্রশ্ন তোলা হবে বলে মনে করছেন দেশটির সাবেক এই ক্রিকেট তারকা। এক বিবৃতিতে শোয়েব বলেন, টি-টোয়েন্টিতে অন্যতম সেরা দল পাকিস্তান। তবুও বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সতর্ক থাকতে হবে। এ সিরিজ নিয়ে অধিক চিন্তাভাবনা করতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ সেরা মানের ক্রিকেট খেলে। তারা এখন টপ ক্লাস ক্রিকেট খেলছে। সিরিজটা পাকিস্তানের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। এই সিরিজ চূড়ান্ত হওয়ার আগে কম নাটক হয়নি। বিসিবি শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইলেও পিসিবির চাওয়া ছিল তিন ম্যাচ টি-টোয়েন্টির সঙ্গে খেলতে হবে টেস্ট সিরিজটিও। তবে নিরাপত্তা ইস্যুর কারণে তিন দফা পাকিস্তান সফর করবে বাংলাদেশ। শোয়েবের দাবি ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ দেশ। এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান খুবই নিরপাদ দেশ। নিরাপত্তা ব্যবস্থাও অসাধারণ ক্রিকেটের জন্য পাকিস্তান এখন নিরাপদ। সূত্র : ঢাকাটাইমস এন এ/ ১৬ জানুয়ারী
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FVIs3r
January 16, 2020 at 02:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন