ঢাকা, ১৮ জানুয়ারি- পাকিস্তান সফর দোরগোড়ায় দাঁড়িয়ে। আগামী ১৯ জানুয়ারি রোববার সকাল থেকে যেহেতু তিন দিনের প্রস্তুতি শিবির শুরু, তাই আজ শনিবার দল দেওয়া ছাড়া আসলে উপায়ও নেই। সবার জানা, ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে জাতীয় ক্রিকেট দল। দেশের ক্রিকেটের অন্যতম শীর্ষ তারকা পঞ্চ পান্ডবের অন্যতম সদস্য মুশফিকুর রহীম এ সফরে যাবেন না। জানা গেছে, এ মুহূর্তে যারা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারেন এবং টি-টোয়েন্টি দলে বিবেচনায় আসতে পারেন, তাদের প্রায় সবাই যাবেন পাকিস্তানে। ক্রিকেটারদের মধ্যে শুধু মুশফিকই যাবেন না। তবে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ক্রিকেটার মুশফিকের কথা বাদ দিলেও কোচিং স্টাফের মূল অংশই পাকিস্তান সফর থেকে বিরত থাকবেন। ৭ বিদেশি কোচিং স্টাফের ৫ জনই না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিজিও হুলিয়ান ক্যালেফ্যাতো ছাড়া আর কোন বিদেশি কোচিং স্টাফই পাকিস্তান যেতে রাজি নন। নিউজিল্যান্ডের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন আর কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাসন পাকিস্তান সফরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাদের অনুপস্থিতিতে এইচপির কোচ চাম্পাকা রামানায়েকে পেস বোলিং কোচ হিসেবে যাবেন। আর বাংলাদেশের সোহেল ইসলাম স্পিন এবং ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করতে জাতীয় দলের বহরের সাথে পাকিস্তান যাবেন বলে জানা গেছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30yUskN
January 18, 2020 at 03:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top