ইতালিয়ান সিরিআ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। শনিবার (১১ জানুয়ারি) আটালান্টার বিপক্ষে ড্র করে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ইন্টার মিলান; কিন্তু রোববার রোমার মাঠে তাদেরই বিধ্বস্ত করে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করে ফেলে মারিও সারির দল। রোমার মাঠে ১-২ গোলের জয়ের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। রোমার বিপক্ষে জুভেন্তাস জয় পায় মাত্র ১০ মিনিটের ঝড়েই। ওই সময়ের ভেতরই দুই গোল করে রোমাকে পেছনে ফেলে তারা। ৩ মিনিটে পাওলো দিবালার ফ্রি-কিক থেকে পা ছুঁয়ে দারুণ এক গোল করেন ডিফেন্ডার মেরিহ ডেমিরাল। ৬ মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এরপর দুদলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের মুখ দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে রোমার ডিয়েগো পেরোত্তির পেনাল্টি গোলেও ম্যাচে পরাজয় এড়াতে পারেনি রোমা। ডি-বক্সের মধ্যে সান্দ্রোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু এক গোলে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়েছে রোমার। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FHRYXJ
January 13, 2020 at 08:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top