মুম্বাই, ২৫ জানুয়ারি - মহাসড়কে দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা আজমি এখন ভালো আছেন। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, খুব শিগগির শাবানা আজমিকে নিবিড় পর্যবেক্ষণ থেকে সাধারণ কেবিনে নেয়া হবে। তবে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে তাকে। শাবানা আজমির স্বামী ও লেখক জাভেদ আখতার টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। এদিকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে শাবানার গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ। জাভেদ আখতার টুইটবার্তায় লিখেছেন আমাদের পরিবার প্রতিটি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাতে চাই, শাবানার জন্য তাদের প্রার্থনা ও শুভ কামনার জন্য। সবাইকে জানাতে চাই যে শাবানা সুস্থ হয়ে উঠছেন এবং সম্ভবত আগামীকালই জেনারেল কেবিনে সরিয়ে নেয়া হবে তাকে। শাবানা আজমিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রযোজক বনি কাপুর। মুম্বাই মিররকে বনি কাপুর বলেন, চিন্তার কোনো কারণ নেই। শাবানা আজমি ভালো আছেন। গত ১৮ জানুয়ারি শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। মুম্বাই-পুনে জাতীয় সড়কে তিনি দুর্ঘটনায় পড়েন। বিকাল সাড়ে ৩টার দিকে মুম্বাই থেকে ১৬ কিলোমিটার দূরে খালাপুরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এন এইচ, ২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37oFel6
January 25, 2020 at 07:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top