ঢাকা, ১৭ জানুয়ারি - ফিফার শুভেচ্ছাদূত হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল দেখতে আগামী ২২ জানুয়ারি ঢাকায় আসছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজার। ২৩ তারিখ সেমিফাইনাল দেখে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। ফিফার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন সিজার। এছাড়াও মহিলা দলের সাথে একটি সেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়াও ধানমন্ডি ৩২ এ গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এর পর বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের সেমিফাইনাল দেখতে যাবেন এই লিজেন্ডারী গোলরক্ষক। গ্রুপ পর্বের বাধা পেরুতে পারলে গোল্ডকাপের ওই সেমিফাইনালে দুই দলের একটি হবে বাংলাদেশ। ২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ট্রেবল জয়ী ইন্টার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। দেশের হয়েও তিনটি বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে ছিলেন সিজার। এর মধ্যে ২০০৬ সালে ব্যাক আপ গোলরক্ষক হিসেবে খেললেও, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের গোলবার সামলেছেন তিনি। ২০১৩ তে কনফেডারেশন কাপ জয়ের পাশাপাশি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের পরই জাতীয় দলের হয়ে অবসরে যান সিজার। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2trSgzE
January 17, 2020 at 03:19PM
17 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top