ক্যানবেরা, ০৭ জানুয়ারি - রত্ন ঠিকই চিনেছে কলকাতা নাইট রাইডার্স। খুব বেশি টাকা খরচও করতে হয়নি। এবার আইপিএলের নিলামে ১ কোটি রুপিতে টম ব্যান্টনকে কিনে নেয় কলকাতা। ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান সোমবার রাতে এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে আলোড়ন তুলেছেন বিগ ব্যাশে। বিগব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন টম ব্যান্টন। সোমবার মাত্র ১৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ব্যান্টনের ইনিংসটি সাজানো ছিল সাতটি ছক্কা ও দুটি চার। তার মধ্যে এক ওভারেই তিনি হাঁকান পাঁচটি বিশাল ছক্কা। ব্রিসবেন হিট ও সিডনি থান্ডারের ম্যাচের ঘটনা। বৃষ্টির কারণে ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। ৮ ওভারে ব্রিসবেন হিট করে ৪ উইকেটে ১১৯ রান। ম্যাচের চতুর্থ ওভারে অর্জুন নায়ারকে পেয়ে রীতিমত নির্দয় হয়ে ওঠেন ব্যান্টন। নায়ারের ওভারে পাঁচটি ছক্কা মারেন ব্যান্টন। অথচ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের পাঁচ বলের পাঁচটিকেই ওভার বাউন্ডারিতে পরিণত করেন ডানহাতি এই ব্যাটসম্যান, মাত্র ১৬ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এবারের নিলামে যে ইংলিশ এই ব্যাটসম্যানকে কিনে বাজিমাত করেছে, সেটি বুঝতে পারছে কলকাতা নাইট রাইডার্সও। নতুন তারকার আগ্রাসী ব্যাটিং দেখে তারা টুইট করেছে, এক কথায় অসাধারণ। ব্যান্টনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়েছে দুই মাস আগে, গত বছরের নভেম্বরে। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে অবশ্য চোখ ধাঁধানো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে ১০ বলে ১৮, পরের ম্যাচে ২০ বলে ৩১ আর শেষ ম্যাচে ৭ বলে ৪ রান করে আউট হন। তবে বিগ ব্যাশে ব্যাট হাতে দারুণ খেলছেন। ব্যান্টনের পাঁচ ছক্কার ভিডিও দেখুন এখানে... সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36zG9yE
January 07, 2020 at 10:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top