মেলবোর্ন, ১২ জানুয়ারি- অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে চলছে জমজমাট লড়াই। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল স্থানীয় মেলবোর্ন স্টারস এবং সিডনি সিক্সার্স। সেই ম্যাচেই ব্যাট হাতে রীতিমত টর্নেডো বইয়ে দিলেন অসি তারকা মার্কাস স্টোইনিজ। ৭৯ বল খেলে একাই ১৪৭ রানের বিশাল স্কোর গড়লেন তিনি। ছিলেন অপরাজিত। ১৩টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কা মেরেছেন তিনি। একই সঙ্গে বিগ ব্যাশ লিগের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। সে সঙ্গে সিডনি সিক্সার্সকে ৪৪ রানের ব্যবধানে হারিয়েছে মেলবোর্ন স্টারস। এর আগে বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল ডি আরকি শর্ট। ২০১৮ সালে ১২২ রান করেছিলেন তিনি হোবার্ট হ্যারিকেনের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে। একই সঙ্গে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন স্টোইনিজ আর হিল্টন কার্টরাইট। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন ২০৭ রানের বিশাল এক জুটি। এর আগে ২০১২ সালে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে মেলবোর্ন স্টার্সের রব কুইনি এবং লুক রাইট মিলে গড়েছিলেন সর্বোচ্চ ১৭২ রানের জুটি। টস হেরে ব্যাট করতে নামে মেলবোর্ন স্টারস। মার্কাস স্টোইনিজ এবং হিল্টন কার্টরাইটের ২০৭ রানের জুটির ওপর ভর করে ১ উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে মেলবোর্ন। কার্টরাইট আউট হন ৪০ বলে ৫৯ রান করে। গ্লেন ম্যাক্সওয়েল ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিডনি সিক্সার্স। সর্বোচ্চ ৪২ রান করেন বেন ডোয়ারসিস। ৪১ রান করেন মইসেস হেনরিক্স। ৩২ রান করেন জর্ডান সিলক্স। ৪৪ রানে জয়লাভ করে মেলবোর্ন স্টারস। এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে মেলবোর্ন স্টারস। সমান সংখ্যক ম্যাচে সিডনি সিক্সার্সের পয়েন্ট ১২। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স রয়েছে তৃতীয় স্থানে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NkDn91
January 12, 2020 at 07:00PM
13 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top