ঢাকা, ১০ জানুয়ারি- বঙ্গবন্ধু বিপিএলর লীগ পর্বে কুমিল্লা ওয়ারিয়র্সের বাকি এক ম্যাচ। এর ওপর নির্ভর করছে তাদের প্লে-অফ ভাগ্য। সেই ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ শুক্রবার সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছেন সৌম্য সরকার-সাব্বির রহমানরা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে কুমিল্লা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। রান রেটেও খুলনার (+০.৫১৩) চেয়ে পিছিয়ে কুমিল্লা (+০.০৫৬)। নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ টাইগার্সের বিপক্ষে বড় জয় পেতে হবে ওয়ারিয়র্সকে। এরপর প্রত্যাশা করতে হবে নিজেদের শেষ ম্যাচে খুলনা যেন ঢাকা প্লাটুনের কাছে বড় ব্যবধানে হারে। আর খুলনা এ ম্যাচ জিতলেই চতুর্থ দল হিসেবে নিশ্চিত করবে প্লে-অফ। আজ মিরপুরে দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন খেলবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ১১ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ রংপুরের। আগের ম্যাচে এই ঢাকার কাছে ৬১ রানে হেরে আসর থেকে ছিটকে যায় রংপুর। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tJwyH5
January 10, 2020 at 04:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top