ইসলামাবাদ, ০৩ জানুয়ারী - কেউ বলেন, বিরিয়ানি খেতে বসলে পাকিস্তানের ক্রিকেটাররা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কারো আবার অভিযোগ, শরীরচর্চার ধারে-কাছে যান না তারা। সাবেক পাক অধিনায়ক সরফরাজ আহমেদের হাই-কাণ্ডের পর উঠে এসব অভিযোগ। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলা চলাকালীন তার হাই তোলার ছবি ভাইরাল হয়ে যায়। সরফরাজের সেই কাণ্ড নিয়ে বিস্তর সমলোচনা হয়েছে।দলের একাধিক ক্রিকেটার ফিট নয় বলে দাবি তোলেন অনেকে। মূলত সেই দাবি ও অভিযোগের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সচেতন করার জন্য অভিনব পন্থা অবলম্বন করেছে তারা। ৬ ও ৭ জানুয়ারি জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা করা হবে। সেখানে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অংশগ্রহণ করতে হবে। ফিটনেস টেস্টে পাস করতে না পারলে তাদের মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটারকে এ ফিটনেস টেস্টে অংশ নিতে হবে। এর তত্ত্বাবধানে থাকবেন পাকিস্তানের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক। মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। ফলে ওই দিন ফিটনেস টেস্টে থাকতে পারবেন না তারা। এ দুজনের পরীক্ষা হবে ২০ ও ২১ জানুয়ারি। চর্বি বিশ্লেষণ, শক্তি, সহ্য ক্ষমতা, গতি ও ক্রস ফিট- এ পাঁচটি টেস্টে পাস করতে হবে ক্রিকেটারদের। এর মধ্যে একটিতে ব্যর্থ হলে যেকোনো ক্রিকেটারকে জরিমানা করা হবে। এমনকি একাধিক টেস্টে ফেল করলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হতে পারে বলেও হুমকি দিয়েছে পিসিবি। সুত্র : যুগান্তর এন এ/ ০৩ জানুয়ারী
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QK4wD8
January 03, 2020 at 02:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন