স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার আসর কোপা দেল রে। এ টুর্নামেন্টের নতুন আসরের প্রথম রাউন্ডেই বাদ পড়ার জোগাড় হয়েছিল বার্সেলোনার। তবে শেষতক অ্যান্তনিও গ্রিজম্যানের জোড়া গোলে উৎড়ে গেছে কাতালুনিয়ানরা। অন্য ম্যাচে গোল হজম করেছিল রিয়াল মাদ্রিদও। তবে তাদের জয় পেতে কোনো সমস্যা হয়নি। গ্যারেথ বেল ও ব্রাহাম ডিয়াজদের গোলে সহজ জয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে মাদ্রিদের বৃহত্তম ক্লাবটি। বুধবার রাতে তৃতীয় বিভাগের ইবিজার বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে বসেছিল বার্সেলোনা। পুরো প্রথমার্ধ এই লিড ধরে রাখে ইবিজা। বার্সাকে আটকে রাখে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত। দলকে স্বস্তির গোল এনে দেন গ্রিজম্যান। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস ধরে জালের ঠিকানা খুঁজে নেন এ ফরাসি ফরোয়ার্ড। পরে অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটিও করেন তিনি। অন্যদিকে ইউনিওনিস্তাসের মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলের সহজ জয়ে পেয়েছে রিয়াল। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন বেল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সেটি শোধ করে দেন রোমেরো মরিলো। তবে ৬২ মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে যায় দলটি। পরে অতিরিক্ত যোগ করা সময়ে শেষ গোল করেন ডিয়াজ। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2viJB3f
January 23, 2020 at 10:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top