মুম্বাই, ১৬ জানুয়ারি - ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার অসামান্য ক্রিকেট নৈপুণ্যে জয় করেছেন কোটি মানুষের হৃদয়। এবার শুধু হৃদয়েই নয়, মাথায়ও ঠাঁই পেলেন বিরাট। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ওয়ানডে দেখতে হাজির হন চিরাগ খিলারে নামে এক ব্যক্তি। স্টেডিয়ামে তিনি অনেকেরই নজর কেড়েছিলেন। তবে তিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন টুইটারে। খেলা দেখা শেষে নিজের টুইটারে ছবি পোস্ট করেন চিরাগ, এরপর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়- চিরাগ খিলারে নামের ওই ব্যক্তি খেলা দেখছেন। ছবিটিতে তার মাথায় চোখ চলে যায় নিমিষেই, মাথার পেছনের অংশে তিনি এঁকেছেন বিরাট কোহলির ছবি। এমনভাবে তিনি চুল কাটিয়েছেন, দেখে মনে হবে যেন বিরাট কোহলিই মাঠে বসে খেলা দেখছেন। ভারতীয় সংবাদ সংস্থাকে চিরাগ খিলারে বলেন, যখন থেকে বিরাট কোহলি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, তখন থেকে আমি তার অনুরাগী। আমি তার খেলা দেখতে প্রত্যেক ম্যাচে মাঠে যাই। চুলের ছাটে কোহলির মুখায়বের উল্কি ফুটিয়ে তুলতে প্রায় ৬-৮ ঘণ্টা সময় লেগেছে বলে জানান চিরাগ। তিনি বলেন, আমার স্বপ্ন কোহলির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরা এবং পা ছোঁয়া। স্বপ্নের সেই মুহূর্ত আমি ক্যামেরাবন্দীও করতে চাই। সূত্র : আমাদের সময় এন এইচ, ১৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2u5sEs8
January 16, 2020 at 06:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন