আগামী ২৮শে জানুয়ারী মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুররে সমাজসবেী হাজি আব্দুল কাইউমরে দশম মৃত্যু বার্ষিকী।
পদ্ম নদী বেষ্টিত চরাঞ্চালের শিক্ষানুরাগী, সমাজসবেক ও র্ধমপরায়ণ ব্যক্তিত্ব মরহুম হাজি আব্দুল কাইউম বিশ্বাসের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামরে বাড়ী নারায়ণপুরে মলিাদ মাহফলি, কোরানখানি ও কাঙালী ভোজরে আয়োজন করা হয়ছে।
মরহুম আব্দুল কাইউমের সন্তান সমাজ সেবক গোলাম মোস্তাফা তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসুচিতে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০১-২০
পদ্ম নদী বেষ্টিত চরাঞ্চালের শিক্ষানুরাগী, সমাজসবেক ও র্ধমপরায়ণ ব্যক্তিত্ব মরহুম হাজি আব্দুল কাইউম বিশ্বাসের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামরে বাড়ী নারায়ণপুরে মলিাদ মাহফলি, কোরানখানি ও কাঙালী ভোজরে আয়োজন করা হয়ছে।
মরহুম আব্দুল কাইউমের সন্তান সমাজ সেবক গোলাম মোস্তাফা তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসুচিতে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০১-২০
from Chapainawabganjnews https://ift.tt/2t06MOM
January 27, 2020 at 12:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.