ঢাকা, ২৬ জানুয়ারি- অভিনয়টা শখের বশে করা হলেও নিজেকে গানের মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাছন্দবোধ করেন জন কবির। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন ব্ল্যাক ব্যান্ডের সাবেক ও ইন্দালো ব্যান্ডের বর্তমান ভোকাল জন কবির। অ্যালবামটির নাম অপ্রাসঙ্গিক। এতে গান থাকছে মোট ১০টি। এ অ্যালবামের প্রথম গান মোহ শিগগিরই সিঙ্গেল আকারে প্রকাশ হবে বলে জানা যায়। জন কবির বলেন, প্রথমবার একক অ্যালবামের কাজ করছি। নতুন এক অভিজ্ঞতা। বাবা মারা যাওয়ার পর খুব একাকিত্ব বোধ করেছি। অনুভব করেছি, যে কেউ যেকোনো সময় মারা যেতে পারে। তাই মনে হলো যেমনই হোক না কেন, নিজের একটি একক অ্যালবাম করি। শুধু নিজের একক অ্যালবাম নয় চলতি বছরের শেষের দিকে ব্যান্ড ইন্দালো থেকে নতুন অ্যালবাম প্রকাশ করবেন বলে জানান জন। বর্তমানে ব্যান্ডটির নতুন অ্যালবামেরও কাজ চলছে। অ্যালবামটির নাম উত্তর খুঁজছি দক্ষিণে। এটি ব্যান্ড ইন্দালোর দ্বিতীয় একক অ্যালবাম হতে যাচ্ছে। এ বিষয়ে আরো জানা গেছে, উত্তর খুঁজছি দক্ষিণে অ্যালবামের দুটি গান এরইমধ্যে সিঙ্গেল আকারে প্রকাশ করা হয়েছে। গান দুটির শিরোনাম হবে কি ও ছবি। শিগগিরই এর তৃতীয় গান প্রকাশিত হবে। এই তিন গানের ইপি (এক্সটেন্ডেড প্লে) অ্যালবাম নতুন খামে পুরনো চিঠিও কিছুদিনের মধ্যেই প্রকাশ করবেন এই গায়ক। আর/০৮:১৪/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aFD6HH
January 26, 2020 at 10:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top