কলকাতা, ০৩ জানুয়ারি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি প্রায়ই ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করেন। আর তাই পাকিস্তান বিষয়ে নরেন্দ্র মোদির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? শুক্রবার শিলিগুড়ি শহরে নাগরিকত্ব আইন বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি এই প্রশ্ন ছুড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই লজ্জার বিষয় যে স্বাধীনতার ৭০ বছর পরেও মানুষকে তাদের জাতীয়তা প্রমাণ করতে হচ্ছে। তিনি বলেন, ভারত সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের বড় একটি দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের জাতিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? কেন আপনি প্রতিটি ইস্যুতে পাকিস্তানের উল্লেখ করেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির নেতারা নাগরিকপঞ্জি ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। একদিকে প্রধানমন্ত্রী বলছেন কোনো এনআরসি হবে না, আবার অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা দাবি করছেন সারা দেশে এনআরসি পরিচালিত হবে। এন এইচ, ০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sAhFqz
January 03, 2020 at 05:29PM
04 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top