লন্ডন, ০৬ জানুয়ারি- গেল বছর ব্যাট হাতে দারুণ খেলেছেন বেন স্টোকস। ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতান তিনি। পাশাপাশি ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকটা একাই দলকে হেডিংলি টেস্ট জেতান বিগ বেন। তবে নতুন বছরের শুরুতে ব্যাটে নয়, ফিল্ডিংয়ে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের এই ব্যাটিং স্তম্ভ। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ৫টি ক্যাচ তালুবন্দি করেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে এক ইনিংসে প্রথম ফিল্ডার হিসেবে (নন উইকেটকিপার) এ কীর্তি গড়লেন এই ব্যাটসম্যান। এদিন প্রোটিয়া দলের হামজা, ডু-প্লেসিস, ডুসেন, প্রোটিরিরার্স ও নর্টজের ক্যাচ লুফে নেন স্টোকস। এর মধ্য দিয়েই ইতিহাসে নাম লেখান তিনি। এর আগে ১০১৯ টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এসময় দেশটির কোনো ক্রিকেটার ৪টি ক্যাচ নিয়েছেন এমন ঘটনা ঘটেছে মাত্র ২৩বার। গেল বছর আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট ৪টি ক্যাচ নেন। উল্লেখ্য, ১৮৭৭ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হেরে পিছিয়ে তারা। প্রথম ম্যাচে সফরকারীদের ১০৭ রানে হারায় স্বাগতিকরা। তবে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে রুট অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় ইনিংসে এখন ২৬৪ রানে এগিয়ে তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/০৮:১৪/০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35qy2TT
January 06, 2020 at 09:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top