ম্যানসিটির মাঝমাঠের খেলোয়াড় ফিল ফোডেন এভারটনের জালে ১২ মিনিটের মাথায় বল জড়ালেও অফসাইডে বাতিল হয় সে গোল। এরপর আরও একবার গোলের সহজ সুযোগ হাতছাড়া করে সিটি। আধিপত্য বিস্তার করে খেলেও প্রথমার্ধে গোল পায়নি ম্যানসিটি। গোল পায়নি এভারটনও। ফলে প্রথমার্ধে কোন গোল ছাড়াই বিরতিতে যায় দুদল। দুই দলই গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এভারটনের জালে বল জড়ায় ম্যানসিটি। ৫১ মিনিটের মাথায় গুন্ডোগানের বাড়ানো বলে ডান প্রান্ত দিয়ে কোনাকুনি এক শটে দলকে লিড এনে দেন জেসুস। এরপর খেলার গতি বাড়াতে থাকে গার্দিওলার শিষ্যরা। ফল পেতে দেড়ি হয়নি ম্যানসিটি খেলোয়াড়দের। সাত মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। এবারও সিটির নায়ক জেসুস। দুই গোল হজম করে খেলায় ফেরার চেষ্টা করে এভারটন। এতে ৭১ মিনিটে গোল পেলেও হার এড়াতে পারেনি এভারটন খেলোয়াড়রা। এভারটনের একমাত্র গোলটি আসে রিকার্লিসনের পা থেকে। এই হারে বাড়ির পথ ধরে অতিথি শিবিরের খেলোয়াড়েরা। আর সিটির নতুন বছর, নতুন দশক শুরু হয় জয় দিয়ে। আর/০৮১৪/০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qfuz61
January 02, 2020 at 05:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top