ঢাকা, ০৭ জানুয়ারি - টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। কোনোমতে নিজেদের শেষ ম্যাচটি খেলে যেতে পারলেই যেন বাঁচে সিলেট থান্ডার! মিরপুরে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষেও যেন পালিয়ে বাঁচার চেষ্টা দলটির। শেষটায় ভালো কিছু করবে কী! বরং ৫ উইকেটে ১৪১ রানেই আটকে গেল সিলেট। অর্থাৎ জিততে হলে কুমিল্লা ওয়ারির্সের করতে হবে ১৪২ রান। কুমিল্লার বোলারদের তোপে এই ম্যাচেও হাত খুলে খেলতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা। এক আবদুল মজিদ যা একটু চেষ্টা করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে এসে আউট হয়েছেন। তবে তার ৪০ বলে ৪৬ রানের ইনিংসটিকেও টি-টোয়েন্টিসুলভ বলার উপায় নেই। বাকি ব্যাটসম্যানদের মধ্যে জনসন চার্লস ১৫ বলে ২৬, জীবন মেন্ডিস ১১ বলে ২৩ আর অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ২৫ বলে করেন ২২ রান। আগের ম্যাচে ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিঠুন এ ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২৫ বলে তিনি করেন ১৮ রান। কুমিল্লার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন আল আমিন হোসেন আর ডেভিড উইজ। মুজিব উর রহমান নেন ১ উইকেট। সৌম্য সরকার উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন, ২ ওভারে দেন মাত্র ৭ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FtHGus
January 07, 2020 at 10:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন