মুম্বাই, ০৪ জানুয়ারি - একজন এসিড-সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে ছপাক সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার (৩ জানুয়ারি) সিনেমাটির টাইটেল গান উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লক্ষ্মীও। অনুষ্ঠানের আবেগঘন একটি মুহূর্তে লক্ষ্মীর সঙ্গে কান্না করেন দীপিকাও। এসিড সন্ত্রাস রুখে দেওয়ার বার্তা নিয়ে একটি টিভি শোয়ের উপস্থাপক হিসেবে এখন কাজ করেন লক্ষ্মী আগারওয়াল। তার জীবনের বাস্তব ঘটনা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কাহিনীকেন্দ্রিক সিনেমা ছপাক। শুক্রবার মুম্বাইয়ে ছপাক সিনেমার টাইটেল গান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক মেঘনা গুলজার ও দীপিকার সহঅভিনেতা বিক্রান্ত মাসেই। সিনেমাটিতে মালতি চরিত্রে লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। আর লক্ষ্মীর জীবনসঙ্গী অলোক দীক্ষিতের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত মাসেই। অনুষ্ঠানে ছপাকের টাইটেল গানটি শংকর মহাদেবন পরিবেশন করেন। এই আবেগঘন মুহূর্তে দীপিকা এগিয়ে গিয়ে লক্ষ্মীকে বুকে টেনে নেন। কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মী। তাকে শান্তনা দিতে গিয়ে দীপিকাও কাঁদেন। এর আগে ডিসেম্বর মাসে সিনেমাটির ট্রেলার উদ্বোধনীতেও কান্না করে ফেলেন দীপিকা। তিনি জানান, ব্যবসার জন্য নয়, বরং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে ও ভিকটিমদের প্রতি সহমর্মিতার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই সিনেমাটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্র প্রযোজনায় এটাই দীপিকার অভিষেক। দীপিকা পাড়ুকোন প্রযোজিত ও অভিনীত ছপাক আসছে ১০ জানুয়ারি মুক্তি পাবে। একই দিনে মুক্তি পাবে অজয় দেবগণের তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র। এন এইচ, ০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MVtiiz
January 04, 2020 at 07:01AM
04 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top