ঢাকা, ২২ জানুয়ারি - আর মাত্র কয়েক ঘন্টা পরই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা)। বাংলাদেশের দর্শকরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন বিটিভি, জিটিভি ও মাছরাঙা টিভিতে। এছাড়া দেখা যাবে পিটিভি, সনি সিক্স ও টেন স্পোর্টসে। আমেরিকায় দেখাবে হটস্টার ইউএস চ্যানেল, ক্যারিবীয়ানে ফ্লো স্পোর্টস ২, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে বিটি স্পোর্টস, কানাডায় হটস্টার কানাডা, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, ইতালিতে ইভেন্ট স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচ। এছাড়া মোবাইল অ্যাপে উপভোগ করা যাবে ম্যাচগুলো। দেখাবে Smartcric, CricHD, bioscope ও Rabitholebd. ইউটিউবে সরাসরি দেখতে পারবেন Rabitholebd-তে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GfDfnc
January 22, 2020 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top