মুম্বাই, ২ জানুয়ারি- একেবারেই ভিন্ন আঙ্গিকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। হ্যাঁ, নিজের নারীবেসের একটি ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করে নতুন বছরে সবাইকে বাড়তি আনন্দ দিলেন এই অভিনেতা। অবশ্য নারীবেসে এ ছবিটি তোলা হয়েছে তার নতুন সিনেমা লুডু থেকে। রাজকুমারের নতুন এ ছবি দেখেই অনেকে তাকে আলিয়া ভাট, কৃতি শ্যানন হিসেবে ভুল করেছেন। লুডু সিনেমার পরিচালক অনুরাগ বসু। এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, পঙ্কজ ত্রিপাঠি, আদিত্য রয় কাপুর, সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ। চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে রাজকুমার রাও অভিনীত সিনেমা দ্য হোয়াইট টাইগার। এতে তার বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। মুক্তির তালিকায় আরও রয়েছে রুহি আফজা, ছালাং, ও সিমলা মির্চি। আর/০৮:১৪/০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fd7P0n
January 02, 2020 at 09:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top