সিলেট, ০৩ জানুয়ারি - অধিনায়কত্বের প্রথম সুপার ওভারে জয় পেয়ে রোমাঞ্চিত সৌম্য সরকার। ক্যাপ্টেন্সির প্রথম সুপার ওভার বেশ উপভোগ করেছেন তিনি। আর জয় পাওয়া নিয়ে উচ্ছ্বসিত কুমিল্লা ওয়ারিয়র্সের এই অধিনায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, আমার ক্যাপ্টেন্সির প্রথম সুপার ওভার, রোমাঞ্চিত হয়েছি। এরকম আরো পাওয়ার প্রত্যাশা রাখি। সুপার ওভার এনজয় করেছি। তিনি বলেন, একটা ভয় ছিল আমাদের আজকের ম্যাচটা চলে যেতে পারে। শেষ পর্যন্ত আমরা জিতেছি। ম্যাচটা ভালোভাবে জেতার অবস্থায় থাকলেও ফিল্ডিংয়ে ২/৩টি ক্যাচ মিস হয়। আল আমিনের শেষ ওভারে ১৫ রান নেওয়ার বিষয়ে তিনি বলেন, ভালো বল ছিল তাই মেরে দিয়েছে। এটি প্লানিংয়ের কোনো ভুল ছিল না। কয়েকটি ক্যাচ ছাড়ায় এ অবস্থা হয়েছে। বরং ওদের ফিল্ডিংয়ে স্ট্রং পজিশন ছিল না। সৌম্য আরও বলেন, ম্যাচের পর নতুন পরিকল্পনা হিসেবে মাথা ঠান্ডা করে খেলতে হয়। আর অধিনায়ক থেকে প্রোপার ব্যাটসম্যান হিসেবে শেষ ম্যাচগুলো আরো ভালো করে সাজাতে পারলে নিজের কাছেও ভালো লাগতো। তাছাড়া ব্যাটিং লাইনআপ পরিবর্তন করার বিষয়ে নিজের নয়, টিমের সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। সিলেট থান্ডারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা অফস্পিনার নাঈম হাসান বলেন, হার জিত আল্লাহর ইচ্ছা। তবে শতভাগ দিয়ে সবাই খেলার চেষ্টা করেছে। সিলেট থান্ডারের এই দুর্গতির জন্য সমস্যার বিষয়ে তিনি বলেন, যার যার জায়গা থেকে ঠিকভাবে খেলতে পারলে সমস্যা হতো না। টিম হিসেবে ভালো খেলতে পারছি না আমরা। কোচ কিবসের কথা ভালভাবে বুঝতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যাশনাল টিমেও তো কোচ ইংরেজিতে কথা বলে, তাহলে বুঝে নেন ভাষাগত সমস্যার কারণে কি না? সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর এন এইচ, ০৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39BE07t
January 03, 2020 at 03:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন