ঢাকা, ১৫ জানুয়ারি - মোট তিন ধাপে তিন বার পাকিস্তানে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দুবাইতে আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বৈঠক শেষে এই সিরিজের সূচি নির্ধারিত হয়। দুবাই থেকে আজ বুধবার দেশে ফিরে বিসিবি সভাপতি এই সিরিজ নিয়ে সমালোচনার কিছু দেখছেন না জানিয়ে বলেন, এখন এটা তারা (সমালোচকরা) কেন বলছে এটার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমার কাছে এটা অদ্ভুত লাগছে। বিসিবির চাওয়া মতেই সিরিজ সুচি নির্ধারিত হয়েছে জানিয়ে পাপন আরও বলেন, আমরা যেটা বলেছি আমার মনে হয় এটাই হয়েছে। আমি যেদিন প্রথম মিডিয়াতে বলেছি, এটাই বলেছি আমরা প্রথমে যাবো- টি-টোয়েন্টি খেলে আসবো, পরে আমরা টেস্ট খেলবো। আইসসিতে বৈঠক নিয়ে বিসিবি বলেন, আইসিসি প্রেসিডেন্ড শশাঙ্ক মনোহরের সঙ্গে আমার আগেই কথা হয়েছিল-এই সময়টায় উনি থাকবেন, আমি সময় পেলে যেন দেখা করি। গিয়ে দেখলাম পাকিস্তানও আছে ওইখানটায়। আমাদের আগেই তারা গিয়েছে। উনাদের সঙ্গে কথাও হয়েছে। আমার সঙ্গে যখন প্রথম কথা হলো, বললো যে আড়াইটার সময় আমাদের সঙ্গে বসবে। আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল, যা অনুষ্ঠিত হবে লাহোরে। সিরিজ শেষ হওয়ার পর দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। আগামী মাসের ৭ থেকে ১১ তারিখ রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ শেষে ফের দেশে ফিরবে টাইগার বাহিনী। ৩ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল একটি টেস্ট খেলতে ফের করাচি যাবে বাংলাদেশ। ২৪ জানুয়ারি- প্রথম টি-টোয়েন্টি, লাহোর। ২৫ জানুয়ারি- দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর। ২৭ জানুয়ারি- তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর। ৭-১১ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি। ৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি। ৫-৯ এপ্রিল- দ্বিতীয় টেস্ট, করাচি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36RhPsi
January 15, 2020 at 10:46AM
15 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top