মুম্বাই, ৩১ জানুয়ারি - বলিউডের আলোচিত দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন।রণবীর দীপিকার সঙ্গে ভালোই সংসার করছেন।সুখে সংসার করা রণবীরের হঠাৎ কী হলো যে তিনি চলন্ত বাসে তার কো-স্টারকে (সহ-অভিনেতা) চুমু খেয়ে বসলেন। ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়, রণবীর সিং ভারতের হয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের জীবনী অবলম্বনে ৮৩ ছবিতে অভিনয় করছেন। আর এ ছবির ইউনিট একটি বাসে করে যচ্ছিল। এ বাসেই ৮৩ ছবির সহ-অভিনেতা যতীন স্বর্ণকে চুমু দিয়ে বসেন রণবীর। যতীনও বাধা না দিয়ে তাল মেলান রণবীরের সঙ্গে। আর এ পুরো ঘটনাটি ভিডিও করেন ছবিটির অপর অভিনেতা। যিনি ভিডিও ধারণ করেছিলেন তিনি ওই চুমু দেখে এতটাই বিহ্বল হয়ে পড়েন যে নিজেই বলে ফেলেন, ইয়ে বহত ধামাকাদার হ্যয়, ফোন হিল গয়া। আর এ কথা শুনে হাসির রোল ওঠে পুরো টিম বাসে। চুমু খাওয়ার পর স্ত্রীর কথা ভুলে যাননি রণবীর। তিনি তখন যতীনকে বলেন, এত ভালবাসা! তোমার বৌদি (দীপিকা) দেখছে কিন্তু। এন এইচ, ৩১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UfZzp4
January 31, 2020 at 03:58PM
31 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top