সম্ভাবনার পারদ জাগিয়ে শুরু হল নতুন বছর। চরম হতাশার মধ্য দিয়ে কেটে গেল ঊনিশ সাল, তবে বিশে দেখা মিলতে পারে সেই কাঙ্ক্ষিত আলোর। হতাশা কাটিয়ে নতুন করে প্রত্যাশায় বুক বেঁধেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। গেল বছরে অনেক সিনেমার কাজ শুরু হয়েছে যেগুলো এই বছরে মুক্তি পেতে পারে। আর সেগুলো শুরু থেকেই ছিল আলোচনায়। কালে-ভদ্রে দুয়েকটা সিনেমা ভালো হওয়ার দিন পেরিয়ে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর দিকেই তাকিয়ে সবাই। ঘোষণানুযায়ী যদি সবগুলো ছবি চলতি বছরে মুক্তি পায় তাহলে হয়তো সিনেমা ইন্ডাস্ট্রির একটা নতুন সূচনা হতে পারে। মন্দা দশা কাটিয়ে হয়তো আলোর দেখা মিলতে পারে এই বছর, এমনটাই বলছেন শোবিজ সংশ্লিষ্টরা। এই বছরে মুক্তি পেতে যাওয়া ছবির মাধ্যমে অনেক নায়কই নতুন করে জ্বলে উঠবেন এই প্রত্যাশাই করছেন সবাই। দিনশেষে শাকিব খানই ইন্ডাস্ট্রির ভরসা। মন্দার সময়েও টিকিয়ে রাখছে সিনেমা, সিনেমা হল। তবে তার সব ছবি ব্যবসাসফল না হলেও, তার নামে হলে দর্শক আসে। চলচ্চিত্রের দুর্দিনে একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিকে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে বেশ কিছু ছবি মুক্তি পারে শাকিবের। মার্চের শেষের দিকে মুক্তি পেতে পারে বীর ছবিটি। কাজী হায়াতের পরিচালনায় এই ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। নানা কারণেই ছবিটি রয়েছে আলোচনায়। কাজী হায়াতের নির্মাণ, শাকিবের নতুনত্ব সবকিছু মিলিয়ে ছবিটিতে আশার পারদ বুনছেন সবাই। শাহেনশাহ, ক্রিমিনাল ছবিগুলোও রয়েছে এই বছরে মুক্তির তালিকায়। এছাড়াও লন্ডন লাভ নামের ছবিটি আসছে ঈদের লক্ষ্যেই নির্মিত হবে বলে জানা যায়। এখন পর্যন্ত জানা যায়, ছবিতে শাকিবের নায়িকা থাকছেন কলকাতার নুসরাত জাহান। শুধু তাই নয়, ঈদ উৎসবে শাকিব চমক নিয়েই হাজির হন। আগেই জানিয়েছেন ঈদে বড় কিছু নিয়ে আসছেন। সেদিক থেকে ধারণা করা যাচ্ছে, টিএম ফিল্মসের সঙ্গে বেশ বড় আয়োজনের কোন সিনেমা নিয়েই হয়তো আসবেন তিনি। সবকিছু মিলিয়ে এই বছরে শাকিব ধামাকা দেবেন সেই অপেক্ষায় রয়েছেন সবাই। ঢাকা অ্যাটাকর বিশাল সাফল্যের পর একই প্রযোজনা সংস্থা নির্মাণ করছে মিশন এক্সট্রিম ছবিটি। এই ছবির মাধ্যমে এবার নতুন করে চমক দেখাতে পারেন চিত্রনায়ক আরেফিন শুভ। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার জ্যাম ছবিটি। জ্যাম ছবিতে শুভর সঙ্গে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। মিশন এক্সট্রিম ছবির জন্য নিজেকে অনেক বদলেছেন শুভ। সেদিক থেকে এই ছবিটি নিয়ে তার প্রত্যাশাও বেশি। এই দুটি ছবিতে কতটুকু চমক দেখাতে পারেন সেদিকে তাকিয়ে ইন্ডাস্ট্রি। পোড়ামন ২ও দহন ছবি দিয়ে দর্শক মনে সম্ভাবনার পারদ জাগিয়েছেন সিয়াম আহমেদ। অনেকেই ধারণা করছেন, অভিনয় ও নাচে আরও মনোযোগী হলে আগামীতে তার সম্ভাবনা অনেক বেশি। এখন পর্যন্ত চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সর্বাধিক ছবির নায়ক সিয়াম। এই বছরে তার অভিনীত ছয়টি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত পাপপুণ্য মুক্তি পাবে ভালবাসা দিবসে। দুই ঈদে মুক্তি পাবে শান ও অপারেশন সুন্দরবন। দুই ঈদের এই দুটি ছবি নিয়ে দর্শক মনে আগ্রহের কমতি নেই। এছাড়াও মুক্তি পেতে পারে ইত্তেফাক, স্বপ্নবাজি, বিশ্ব সুন্দরী। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকে সরকারি অনুদানের একটি ছবিতেও দেখা যাবে এই নায়ককে। নতুন বছরে সবাইকে কতটা টক্কর দিতে পারেন সেই অপেক্ষায় দর্শকরা। মনপুড়ার পর আয়নাবাজি ছবিতে খেলা দেখিয়েছেন চঞ্চল চৌধুরী। চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পাপপুণ্য ও হাওয়া এই দুই ছবি নিয়ে চলতি বছরে আবারও হলে দেখা দিবেন তিনি। শুরু থেকেই আলোচনায় রয়েছে ছবি দুটি। এখন দেখা যাক এই বছরে কতটা চমক দেখাতে পারেন চঞ্চল। অমর নায়ক সালমান শাহের আনন্দ অশ্রু ছবিটির একই নামে ছবি নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি। মাহিয়া মাহির বিপরীতে এই ছবি দিয়ে চলতি বছরে কতটা সম্ভাবনা জাগাতে পারবেন সাইমন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে বাপ্পী চৌধুরী নিজেকে বদলে এই বছরে হাজির হবেন ঢাকা ২০৪০ ছবিতে। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিতে বাপ্পীর নায়িকা নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও রয়েছে ডেঞ্জার জোন ও শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবি দুটি। জলি ও অপু বিশ্বাসকে নিয়ে এই বছরে বাপ্পী বাজিমাত করবেন এমনটাই প্রত্যাশা। জ্বীন ছবিটি শুরু থেকেই রয়েছে আলোচনায়। এই ছবির মাধ্যমে ক্যারিয়ারের তৃতীয় ছবি নিয়ে হাজির হচ্ছেন সজল। নাদের চৌধুরীর পরিচালিত ভৌতিক ঘরানার এই ছবিটি দিয়ে বড় পর্দায় নিজেকে কতটা স্থির করতে পারেন সেটা সময়ই বলে দেবে। চলতি বছরে ক্যাসিনো ছবি দিয়ে নতুন করে আলোচনায় আসতে পারেন চিত্রনায়ক নিরব। তার ক্যারিয়ারে অন্যতম টার্নিং হতে পারে এই ছবিটি। ছবিতে নিরবকে দেখা যাবে শবনম বুবলীর বিপরীতে। অন্যদিকে আকবর ছবি নিয়ে এই বছর পর্দায় হাজির হবেন চিত্রনায়ক ইমন। রোমান্টিক থ্রিলারধর্মী এই ছবি দিয়ে দর্শক মাতিয়ে দিতে পারেন ইমন। এছাড়াও চলতি বছরে মুক্তি পেতে পারে ফেরদৌসের গাঙচিল, রোশানের ওস্তাদ, শরিফুল রাজের পরাণ, ইয়াশ রোহানের আদম সহ আরও বেশ কিছু ছবি। বছর ছাপিয়ে এখন দেখার অপেক্ষা চলতি বছরে কে কে কতটা সম্ভাবনার আলো জাগাতে পারবেন কিংবা থাকবেন আলোচনায়। আর/০৮:১৪/০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QHkPAR
January 02, 2020 at 09:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top