ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার সকালে ক্যারিংটনে ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডের কাছে রোমেরোর ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ফলে রাস্তার পাশে থাকা বেষ্টনীর নিচে ঢুকে যায়। এতে তার গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। তবে প্রাণে বেঁচে যান তিনি। পুরোপুরিই অক্ষত থাকেন। রোমেরো এ ল্যাম্বরগিনি গাড়িটি কিনেছিলেন ২০১৭ সালে। ইউনাইটেড লিগ কাপ জয়ের পর পরই এটি কেনেন তিনি। সেখানে ২০১৫ সালে যোগ দেন ৩২ বছর বয়সী গোলরক্ষক। ম্যানইউয়ে শুরুটা দারুণ করলেও সময়ের পরিক্রমায় সেটি ধরে রাখতে পারেননি রোমেরো। এখন ক্লাবটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষকে পরিণত হয়েছেন তিনি। এ মৌসুমে ক্লাবটির হয়ে এখনও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাননি রোমেরো। তবে ইউরোপা লিগে চার ম্যাচ খেলেছেন তিনি। লিগ কাপে খেলেছেন তিন ম্যাচ। সব মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ৫৩ ম্যাচ খেলেছেন রোমেরো। এর মধ্যে ৩৪ ম্যাচে জাল অক্ষত রাখেন তিনি। কোনো গোল হজম করেননি আর্জেন্টাইন গোলরক্ষক। ২০২১ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36iV1jY
January 22, 2020 at 09:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top