সিলেট, ০২ জানুয়ারি- যেখানে শেষ হয়েছিল বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব, ঠিক সেখান থেকেই যেনো শুরু হলো সিলেট পর্ব। গত মঙ্গলবার ঢাকায় শেষ ম্যাচে লড়েছিল রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। আজ (বৃহস্পতিবার) সিলেটের প্রথম ম্যাচেও মুখোমুখি এ দুই দল। রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় সাক্ষাতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। তবে ঢাকায় রংপুর আগে ব্যাট করেই পেয়েছিল ৪৭ রানের বড় জয়। সিলেটে সে পরিকল্পনায় খানিক পরিবর্তন আনলেও, জয়ব্যতীত কোনো ভাবনা নেই রংপুরের মাঝে। কেননা সুপার ফোরে খেলতে হবে তাদের বাকি থাকা ৪ ম্যাচের সবকয়টিই ডু অর ডাই ম্যাচ বলা চলে। পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের দিক থেকেও ভালো অবস্থানে আছে রংপুর। তবে ঠিক বিপরীত অবস্থাই বলা চলে রাজশাহীর। কেননা তারা হেরেছে নিজেদের শেষ দুই ম্যাচ। আবার এই ম্যাচে নেই দলের নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। চোখে পোকা যাওয়ার কারণে যে সমস্যা হয়েছিল শেষ ম্যাচে, সেটির কারণেই আজ দলের বাইরে তিনি। অধিনায়কত্ব করছেন শোয়েব মালিক। রংপুর একাদশ: মোহাম্মদ নবী, টম অ্যাবল, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম, আলআমিন জুনিয়র ও তাসকিন আহমেদ। রাজশাহী একাদশ: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক (অধিনায়ক), রবি বোপারা, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহী, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MIb83R
January 02, 2020 at 08:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন