মুম্বাই, ০৫ জানুয়ারি - মুক্তির অপেক্ষায় আছে দীপিকা ও বিক্রান্ত অভিনীত ছপাক সিনেমাটি। মেঘনা গুলজার এ ছবিতে তুলে ধরেছেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। ১০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এর আগেই এই ছবির স্ক্রিপ্ট চুরির অভিযোগ উঠেছে। প্রযোজক রাকেশ ভারতী শনিবার দীপিকা ও মেঘনার নামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ছপাক সিনেমার স্ক্রিপ্ট চুরির অভিযোগ করেছেন। রাকেশ জানান, ছাপাক সিনেমার স্ক্রিপ্ট তার। সেখান থেকে চুরি করে এই ছবি নির্মাণ করা হয়েছে। রাকেশ এই অভিযোগে বলেছেন, তিনি ও তার ছেলে অ্যাসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে একটি ছবির পরিকল্পনা করেছিলেন। ২০১৫ সালের মে মাসে ব্ল্যাক ডে এই ছবির রেজিস্ট্রেশনও করেন তারা। এই ছবি নিয়ে কথা বলেছিলেন ঐশ্বরিয়া রাই, কঙ্গনা রানাওয়াত ও ফক্স স্টার স্টুডিয়োজের সঙ্গে। রাকেশের দাবি, ফক্স স্টার স্টুডিয়োজের অফিসে তিনি তার স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন। এখান থেকেই কেউ স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করে এটিকে ছাপাকনামে বিক্রি করে দেয়। বলিউডে এখন আলোচনা সমালোচনা চলছে ছাপাক সিনোমার চুরির এই বিষয় নিয়ে। তবে দীপিকা ও ছাপাকের টিমের কেউই এ বিষয় নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। বর্তমানে ছপাক সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনও করেছেন ছবিটি নিয়ে। এখানে হাজির হয়েছিলেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল। তার জীবনের গল্পেই এই ছবি। এন এইচ, ০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37ueDmq
January 05, 2020 at 08:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top