ঢাকা, ২৪ জানুয়ারি - বাংলাদেশে প্রথমবারের মতো হিজাব নিয়ে নির্মিত হয়েছে মডেস্ট মিউজিক ভিডিও। হিজাবি লেডি শিরোনামের মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন রাইকা নূর সুলতান, আর এম সুলতান এবং মুশফিক রুম্মান। ভিডিওটিতে হিজাবি আইকন হয়েছেন রেজওয়ানা বিনতে রেজা, মিথিলা আফসানা সিন্থিয়া এবং এলিন ফেরদৌস মোহনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হিজাবি লেডির ভিডিওটি ছড়িয়ে পড়েছে। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেকেই নতুন ধারণার মিউজিক ভিডিও নির্মাণের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার সমালোচনারও করেছেন। ভিডিওটির নির্মাতা এবং লেখকের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই হিজাব পরতে বাধা সৃষ্টি করে কিন্তু হিজাব যে মানুষের সফলতার পথে বাধা নয় বরং হিজাব পরেও সব কাজে অংশ নেয়া সম্ভব। মূলত এটা বোঝাতে এবং হিজাবে উৎসাহিত করতেই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তারা জানান, চারজন মুসলিম নারী নোবেল প্রাপ্তদের মধ্যে ৩ জনই হিজাব পরেন। নারী স্বাধীনতার যুগে কাউকে হিজাব পরতে অনুৎসাহিত করা যাবে না। এন এইচ, ২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aBpmOe
January 24, 2020 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top