ঢাকা, ১৪ জানুয়ারি- তার জাতীয় দলে খেলা, থাকা এবং অধিনায়কত্ব নিয়ে অনেক কথার ভীড়ে মাশরাফি একটি বড় বার্তা দিয়ে দিয়েছেন। তা হলো, তিনি এখন মুক্ত বিহঙ্গ। বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার নন। বিসিবির চুক্তিতে না থাকা নিয়ে কিছু বলতে বলা হলে মাশরাফির ব্যাখ্যা অনেকটা এমন, পাপন ভাই তো বলেই দিয়েছেন। একদিন সবাইকে সরে যেতে হয়। আমি চুক্তির বাইরে গিয়ে না হয় এক তরুণকে বিসিবির চুক্তিভুক্ত করে দিলাম। তাতে করে সে উৎসাহিত হবে। এতদিন বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন। এখন আর নেই। তাই নিজেকে এখন বোর্ডের শিকলমুক্ত ভাবছেন মাশরাফি। তার ভাষায়, কালকের দিন পর্যন্ত ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলাম। আজ থেকে আর নেই। তবে তাই বলে বোর্ড আর তার নিজের মধ্যে কোনোরকম দূরত্ব তৈরির কথাও বলেননি। বরং ক্রিকেট বোর্ডকে ক্রিকেটারদের অভিভাবক বলে অভিহিত করেছেন। মাশরাফি বলেন, আমি সবসময় চিন্তা করি ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের অভিভাবক। তাদের বিপক্ষে যাওয়াকে আমি কখনাই আমার ক্যারিয়ারের গর্ব মনে করিনি। এবং কখনো মনেও করি না। আমি মনে করি খেলোয়াড়কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত তার ক্রিকেট বোর্ডকে। আবার ক্রিকেট বোর্ডকেই দেখাশোনা করতে হয় ক্রিকেটারদের। ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ যে, তারা চেয়েছে আমাকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিতে। আমার তেমন ইচ্ছা নেই। তবে যদি কখনো সুযোগ আসে, তাহলে দেখা যাবে। আবার কার কাছ থেকে নেব, সেটাও কথা। খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে হঠাৎ বাঁধ ভাঙ্গা জোয়ারের মত বের হওয়া সংলাপ মাশরাফির কন্ঠে, আমার মনে হয় আমার অতটুকু স্বাধীনতা আছে যে, আমি খেলতে চাই। কারো জোর করায় তো আমি আর কিছু করবো না। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tl7a5f
January 14, 2020 at 04:19AM
14 Jan 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top