ক্যানবেরা, ২৮ জানুয়ারি - পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল) আর অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে আলো ছড়িয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে তার। দুই টি-টোয়েন্টিতে একটি করে দুটি উইকেট নিয়েছেন হারিস রউফ। প্রথম ম্যাচে ৪ ওভারে খরচ করেছেন ৩২ রান, দ্বিতীয়টিতে ৪ ওভারে ২৭। পাকিস্তানের ২৬ বছর বয়সী পেসারের অভিষেকটা চোখ ধাঁধানো হয়েছে, বলার উপায় নেই। তবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান এবং বিগব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের কোচ ডেভিড হাসি যেমনটা বললেন, তাতে হারিস রউফ প্রেরণা পেতেই পারেন। ভবিষ্যতে ভালো করার উজ্জীবনী মন্ত্রটাই যেন রউফের কানে ঢুকিয়ে দিলেন মেলবোর্ন কোচ। কি বলেছেন হাসি? মেলবোর্ন স্টারসের কোচের ভাষায়, হারিস রউফ যা কিছুই করেছে, আমি আশা করি সে পাকিস্তানের হয়ে ১০০ টেস্ট, ৪০০টি টি-টোয়েন্টি এবং ১৫০ ওয়ানডে খেলবে। সে আমাদের দলটায় আলাদা একটা গতি নিয়ে এসেছে। সে প্রতি ম্যাচে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, ফিল্ডিং করছে শরীরের কথা চিন্তা না করে। সে এই গ্রুপটায় দারুণভাবে মিলেছে। বিগব্যাশ লিগে গতি আর ম্যুভমেন্ট দিয়ে সবার নজর কেড়েছেন হারিস রউফ। পাকিস্তানি এই পেসার জানালেন, তার আইডল দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, যার সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত রউফ। এ সম্পর্কে রউফ বলেন, ডেল স্টেইনের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে খেলতে যাচ্ছি, শুনে সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম আমি। তিনি আমার আইডল। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার বিষয়টি আমাকে অনেক সাহায্য করেছে। আমি আউটসুইং নিয়ে তার সঙ্গে কাজ করেছি। আমরা কয়েকটি নেট সেশন পেয়েছি, যেখানে তিনি আমাকে এটা (আউটসুইং) নিয়ন্ত্রণ করার বিষয়ে বলেছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38MFE5i
January 28, 2020 at 02:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন