কলম্বো, ০২ জানুয়ারি - নতুন বছরের শুরুতেই বড়সড় এক সুখবর পেলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রায় ১৬ মাস পর ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে। আগামী ৫ জানুয়ারি থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে রাখা হয়েছে ম্যাথিউজকেও। সবশেষ ২০১৮ সালের আগস্ট মাসে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন ম্যাথিউজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। সে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দল থেকে জায়গা হারান, যা ফিরে পেতে লেগে গেলো প্রায় ১৬ মাস। নিয়মিত ইনজুরির কারণে বারবার বিরতি এসেছে ম্যাথিউজের ক্যারিয়ারে। তবু গত এক বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে প্রায় সব ম্যাচই খেলেছেন তিনি। কিন্তু ছিলেন না টি-টোয়েন্টিতে। এবার ভারত সফরের ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে নেয়া হয়েছে তাকে। এছাড়া ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুয়ান প্রদীপ। তার বদলে নেয়া হয়েছে আরেক পেসার কাসুন রাজিথাকে। অলরাউন্ডার শেহান জয়াসুরিয়াও জায়গা পাননি দলে। ম্যাথিউজসহ দলে ফিরেছেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভাও। ভারত সফরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, আভিশকা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাকশে, ওসাদা ফার্নান্দো, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লাকশান সান্দাকান ও কাসুন রাজিথা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qe1fgr
January 02, 2020 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top