মুম্বাই, ১৯ জানুয়ারি - সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি। শনিবার মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ভারতে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন শাবানা। তাই দুর্ঘটনার পর গেরুয়া সমর্থকরা বর্ষীয়ান এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করতে শুরু করে। অনেকে লেখেন এ হল কর্মফল। সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শাবানার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই দুর্ঘটনার পরে প্রথমে তাকে নবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হলেও রাতে অন্ধেরীর কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে আনা হয়। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মুম্বাই থেকে ১৬ কিলোমিটার দূরে খালাপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি টোল প্লাজার কাছে শাবানাদের এসইউভি-টি পেছন থেকে সজোরে একটি ট্রাককে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন শাবানা। একই গাড়িতে ছিলেন শাবানার স্বামী জাভেদ আখতার। তবে তার চোট লাগেনি বলেই খবর। আহত হয়েছেন তার গাড়িচালকও। গাড়ির পেছনের আসনে ছিলেন শাবানা ও তার স্বামী জাভেদ। দুর্ঘটনার পর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আহত অভিনেত্রীকে গাড়ি থেকে বার করা হচ্ছে। ৬৯ বছরের শাবানার চোখ-মুখ ফুলে রয়েছে। গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে। অজ্ঞাতপরিচয় এক নারীও এই দুর্ঘটনায় গুরুতর আহত হন। এন এইচ, ১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tvOKEp
January 19, 2020 at 09:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন