ওয়েলিংটন, ২৪ জানুয়ারি - ব্যস্ত সূচি পার করছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শেষেই কোহলিরা উড়াল দিয়েছেন নিউজিল্যান্ডে। টানা খেলা আর ভ্রমণের ঝাঁকি কিছুই টলাতে পারেনি ভারতীয় দলকে। অকল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ২০০ রানের পাহাড় টপকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলির দল। অকল্যান্ডে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান বিরাট কোহলি। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই ম্যাচে কলিন মুনরো (৫৯), কেন উইলিয়ামসন (৫১) ও রস টেইলরের (৫৪) অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড। ভারতের হয়ে একটি করে উইকেট নেন বুমরাহ, শার্দুল ঠকুর, যুজবেন্দ্র চাহাল, শিবাম দুবে ও রবীন্দ্র জাদেজা। টার্গেটে খেলতে নেমে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও রাহুল-কোহলির ঝোড়ো ইনিংসে সেটা পুষিয়ে দেয় ভারত। রাহুল মাত্র ২৭ বলে ৫৬ রান করেন। কোহলি ৩২ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। শেষে শ্রেয়স আইয়্যারের ২৯ বলে ৫৮ রানের ঝড়ে ছয় বল আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ইশ সোধি। সূত্র : আমাদের সময় এন এইচ, ২৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tBnTa9
January 24, 2020 at 02:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top