ঢাকা, ০৪ ফেব্রুয়ারি - মালদ্বীপ লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বুধবার এএফসি কাপের মিশন শুরু করবে আবাহনী। গত বছর জোনাল সেমিফাইনালে খেলে ইতিহাস গড়া আবাহনী এবার শুরু করছে বাছাইয়ের প্লে-অফ থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয় দিয়েই মিশন শুরু করতে চান আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। যদিও এই দলটির বিপক্ষে ২০১৭ সালে দুই ম্যাচই হেরেছিল আবাহনী। ঢাকা এবং মালেতে বাংলাদেশের জায়ান্টদের হারের ব্যবধান ছিল ২-০ গোলের। তবে সেই অতীত এখন আর টানছে না আবাহনী। নতুন টুর্নামেন্ট নতুন করেই শুরু করতে চান দলের কোচ। (সোমবার) বিকেলে অনুশীলন শেষে আবাহনীর কোচ বলেন, আমাদের আগে গ্রুপপর্ব টপকাতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে ধরে খেলতে চাই। অবশ্যই দেশের মাটিতে এই ম্যাচটা জেতা আমাদের জন্য জরুরি। তাছাড়া হোম ম্যাচে গোল খাওয়া যাবে না। হোমে গোল খেলে কঠিন হবে পরের রাউন্ডে যাওয়া। আমরা যদি গোল করতে পারি তাহলে আমরা পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে ভালো একটা অবস্থানে থাকবো। আবাহনীর জন্য ভালো খবর হলো সুস্থ হয়ে উঠেছেন তাদের প্রধান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। কোচ বলেছেন, নাবিব নেওয়াজ জীবন সুস্থ হয়ে উঠেছে। ও এখন ভালো একটা অবস্থানে আছে। গোল্ডকাপের অসুস্থতার পর সে টানা দুই সপ্তাহ ধরে সে অনুশীলন করেছে। আমার মনে হয় সে ভালো করবে মাঠে। গত বছর আবাহনী যে সেমিফাইনালে খেলেছে তাতে আত্মবিশ্বাস বেড়েছে উল্লেখ করে লেমোস বলেন, গতবার সেমিফাইনালে খেলেছি। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাচ্ছে। অভিজ্ঞতা বেড়েছে আমাদের। সেটা কাজে লাগাতে পারলে জেতার একটা বড় সুযোগ থাকছে। আমি খুব আত্মবিশ্বাসী। আমাদের জেতা উচিত। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RUPxIn
February 04, 2020 at 03:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন