ঢাকা, ৪ ফেব্রুয়ারি- চারপাশে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী আর বিশাল বহর- পাকিস্তানে এর ভেতরেই থাকতে হয় বিদেশি দলগুলোকে। তাতে যুদ্ধাবস্থা বললে ভুল হবে না হয়তো। অন্তত বাংলাদেশ দলের জন্য এটি একরকম জরুরি অবস্থাই। রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বুধ ও বৃহস্পতিবার দুই দিন অনুশীলন, শুক্রবার থেকে শুরু টেস্ট। নিরাপত্তাজনিত বাস্তবতায় কোনো প্রস্তুতি ম্যাচ খেলার উপায় নেই। অন্যদিকে কয়েক দিন থেকে লম্বা সময় অনুশীলনও হচ্ছে না। তাইতো সফরে যাওয়ার আগের দিন অধিনায়ক মুমিনুল অকপটেই বলছেন, রাওয়ালপিন্ডির উইকেট, কন্ডিশন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। থাকারও কথা নয়। পাকিস্তানে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই এই দলের কারও। সব মিলিয়ে টেস্ট ম্যাচের জন্য আদর্শ প্রস্তুতি হচ্ছে না। সেটি মেনে নিয়েই মুমিনুল বলছেন, বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে। টেস্ট অধিনায়ক বলেন, দেখুন, এটা তো আমার হাতে নেই (প্রস্তুতির ঘাটতি)। এটা নিয়ে মন্তব্য করাও কঠিন। যেহেতু হাতে নেই, এটা আবহাওয়ার মতো হলো। আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আমার কাছে মনে হয়, যেটা আছে, আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিস্থিতি হয়। কিছু করার থাকে না। এই পরিস্থিতিতে নিজেরা যে যেভাবে পারি, মানিয়ে নিতে হবে। আগে থেকে এরকম নেতিবাচক চিন্তা না করে, আমার মনে হয় যা সম্বল আছে, তা নিয়ে এগিয়ে যাওয়া ভালো। পাকিস্তানের বিপক্ষে তিন ধাপে সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই টেস্টের আগে বাংলাদেশ ও পাকিস্তান টেস্টে ১০ বার মুখোমুখি হয়। ৯ টিতেই হারে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্ট শেষে বাংলাদেশ করাচিতে একটি ওয়ানডে এবং আরেকটি টেস্টে অংশ নিতে এপ্রিলে ফের পাকিস্তান সফর করবে। প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন এবং রুবেল হোসেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন কে / ০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36V4luL
February 04, 2020 at 07:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top